দিনাজপুরের ক্রিকেট কোচ মিঠু কারাগারে

দিনাজপুরে প্রমীলা ক্রিকেটারকে যৌন নিপীড়নের অভিযোগে দায়ের করা মামলায় ক্রিকেট কোচ আবু সামাদ মিঠুকে কারাগারে পাঠিয়েছে আদালত।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2017, 09:42 AM
Updated : 11 July 2017, 10:09 AM

দিনাজপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিশ্বনাথ মণ্ডল মঙ্গলবার তার জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।

গত ১ জুন বিকেলে দিনাজপুরের বড় মাঠে অনুশীলনের সময় এক প্রমীলা ক্রিকেটার পায়ে আঘাত পান। এ সময় কোচ মিঠু তাকে মাঠের স্পোর্টস ভিলেজে প্রাথমিক চিকিৎসার কথা বলে নিয়ে শ্লীলতাহানিসহ যৌন নিপীড়ন করেন বলে মামলায় অভিযোগ।

অভিযোগ ওঠার পর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) নির্বাহী সদস্য ও বিসিবির এই ক্রিকেট কোচকে উভয় প্রতিষ্ঠান থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

দিনাজপুর আদালতের আইনজীবী তৈয়বা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত শনিবার নারী ও শিশুনির্যাতন দমন আইনে দায়ের করা এই মামলায় মিঠু আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন।

“বিচারক বিশ্বনাথ মণ্ডল শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।”

আদালতের আদেশের পর পুলিশের একটি পিকআপ মিঠুকে নিয়ে দ্রুত আদালত চত্বর ত্যাগ করে।

আলোচিত এই মামলার আসামির আত্মসমর্পণের খবর পেয়ে সকাল থেকে আদালত প্রাঙ্গণে ভিড় করেন বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিসহ ‘নারী নির্যাতন প্রতিরোধ সম্মিলিত জোটের’ নেতারা। তারা মিঠুর বিচার দাবিতে আন্দোলন করছেন।