পঞ্চগড়ে ৭৩১ বস্তা ত্রাণের চাল জব্দ

পঞ্চগড়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনির দুটি কর্মসূচির ৭৩১ বস্তা চাল জব্দ করা হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2017, 03:51 PM
Updated : 10 July 2017, 03:51 PM

সোমবার দুপুরে পঞ্চগড় বিসিক শিল্প নগরীর পঞ্চগড় রাইস মিল লিমিটেডে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

পরে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।

পঞ্চগড় সদর থানার ওসি রবিউল হাসান সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ও পুলিশের সহযোগিতায় পঞ্চগড় রাইস মিল লিমিটেডে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় আদালত খাদ্য বিভাগের সিলযুক্ত ৭৩১ বস্তা চাল মুজদ অবস্থায় দেখতে পায়।

“আলাদা আলাদাভাবে ৫০ ও ৩০ কেজির বস্তায় মজুদকৃত চাল খাদ্যবান্ধব কর্মসূচি ও ভিজিডির বলে আদালত জানতে পেরে তা জব্দ করে কারখানা সিলগালা ও আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়।”

তবে কারখানা কর্তৃপক্ষের দাবি বিভিন্ন কর্মসূচির আওতায় জেলা খাদ্য বিভাগে সরবরাহের জন্য মজুদ করা হয়েছিল।

পঞ্চগড় রাইস মিল লিমিটেডের পরিচালক আব্দুস সামাদ পুলক বলেন, প্রক্রিয়াজাতকরণ ছাড়া কোনো চাল সরকারি খাদ্যগুদাম গ্রহণ করে না। বিভিন্ন চালকলে উৎপাদিত চাল প্রক্রিয়াজাতকরণের জন্য খাদ্য অধিদপ্তরের সরবরা করা বস্তায় মজুদ করা হয়েছে।

এ সময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হেলাল উদ্দিন ও নীলফামারী র‌্যাব-১৩ এর উপসহকারী পরিচালক ইয়ার আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।