তুরাগ নদীতে কার্গোর ধাক্কায় নৌকা ডুবে ব্যবসায়ী নিখোঁজ

সাভারে তুরাগ নদীতে বালিবাহী কার্গোর ধাক্কায় নৌকা ডুবে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2017, 12:29 PM
Updated : 10 July 2017, 12:29 PM

সোমবার সকালে সাভারের কাউন্দিয়ার দিয়াবাড়ী খেয়া ঘাটে এ ঘটনা ঘটে বলে আমিন বাজার পুলিশ ফাঁড়ির এসআই জামাল হোসেন জানান।

নিখোঁজ শওকত হোসেন (২৭) কাউন্দিয়ার বসুন্ধরা প্লট এলাকার আবদুল হালিমের ছেলে। তিনি মিরপুর-১ এ মশারি বিক্রি করেন।

কাউন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান খান শান্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সোয়া ১০টার দিকে কর্মস্থল মিরপুরে যাওয়ার পথে কাউন্দিয়া ঘাট থেকে খেয়া নৌকা পার হচ্ছিলেন শওকত। এ সময় দ্রুত গতিতে আসা বালিবাহী কার্গো ইশরাত-১ ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়।

“মাঝি সিরাজ মিয়াসহ পাঁচজন সাঁতরে তীরে উঠতে পারলেও শওকত নিখোঁজ হন। প্রায় ছয় ঘণ্টা ডুবুরীরা তুরাগ নদীতে খোঁজাখুঁজি করেও উদ্ধার করতে পারেনি।”

এসআই জামাল বলেন, পালিয়ে যাওয়া কার্গোটি আটক করার চেষ্টা চলছে।