ময়মনসিংহে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযান   

ময়মনসিংহ নগরীতে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2017, 11:33 AM
Updated : 10 July 2017, 11:57 AM

পাটগুদাম সেতু মোড়ে সোমবার সকাল ১০টা থেকে চার ঘণ্টাব্যাপী এ উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্যাট সামসুল আরেফিন নেতৃত্ব দেন।

ময়মনসিংহ পৌরসভা এবং সড়ক ও জনপথ বিভাগের যৌথ এ অভিযানে একটি খাবার হোটেল ও মিষ্টির দোকানসহ প্রায় ৪০/৫০টি দোকান উচ্ছেদ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুল আরেফিন বলেন, প্রায় দুই বছর আগে পৌরসভা কর্তৃপক্ষ পাটগুদাম সেতু মোড়ের বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও জনপথের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করে ব্যবসায়ীদের ভাড়া দেয়। দোকানপাট গড়ে তোলায় ওই এলাকায় যাটজট বেড়ে যায়।

“ঈদুল ফিতরের আগে থেকেই ব্যবসায়ীদের সড়ক ও জনপথের জায়গায়টি খালি করে দিতে বলা হয়েছিল ।কিন্তু তাতে কোনো লাভ হয়নি। ফলে যানজট কমাতে ও দখলমুক্ত করতে এ অভিযান চালানো হয়।”
দখলমুক্ত জায়গায় বাস চলাচলের জন্য একটি লেন তৈরি করা হবে বলে তিনি জানান। 

ব্যবসায়ী মাহমুদুল হাসান ও সুমন বলেন, প্রশাসন তাদেরকে অবহিত না করেই উচ্ছেদ অভিযান পরিচালনা করায় তাদের প্রায় তিন কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

জায়গা লিজ নেওয়ার সময় পৌরসভা নিজেদের জায়গা বলেই লিজ দিয়েছে বলে অভিযোগ করেন তারা।