শিমুলিয়ায় ডুবোচরে ফেরি আটকে পারাপার ব্যাহত

তীব্র স্রোতে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে চারটি ফেরি ডুবোচরে আটকা পড়েছে; স্বাভাবিক পারাপার ব্যাহত হওয়ার পাশাপাশি দুই তীরে বাড়ছে অপেক্ষায় থাকা গাড়ির সারি।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2017, 05:56 AM
Updated : 10 July 2017, 06:05 AM

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক শাহ নেওয়াজ খালিদ জানান, সোমবার ভোর পৌনে ৫টায় ২২টি গাড়ি নিয়ে রোরো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন প্রথম আটকা পড়ে। এরপর একে একে ডুবোচরে আটকা পড়ে রোরো ফেরি শাহমখদুম, কে-টাইপ ফেরি ক্যামেলিয়া ও ডাম্প ফেরি রায়পুরা।

তীব্র স্রোতের টানে মাঝে মাঝে দু-একটা ফেরি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে গিয়ে আটকা পড়ছে বলে বিআইডব্লিউটিসির কর্মকর্তাদের ভাষ্য।

শাহ নেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সপ্তাহ খানেক ধরে ডুবোচর ও ঘূর্ণিস্রোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ কারণে পারপারেও সময় বেশি লাগছে।

“আগে যেখানে এক ঘণ্টা লাগত এখন সেখানে প্রায় দেড় ঘণ্টা লাগছে। ডুবোচরে আটকা পড়ায় ফেরিগুলোর ইঞ্জিন ও চেইনসহ বিভিন্ন যন্ত্রাংশের গুরুতর ক্ষতি হচ্ছে।”

এছাড়া তীব্র স্রোতের কারণে দুর্বল ফেরিগুলো চালানো যাচ্ছে না জানিয়ে শাহ নেওয়াজ বলেন, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে দৈনিক সাধারণত ১৬-১৭টি ফেরি চললেও এখন চলছে ১০টা। এগুলোও আবার প্রায়ই স্বাভাবিকভাবে চলতে না পারায় দু পারে গাড়ির সারি দীর্ঘ হচ্ছে।

বেলা ১১টা পর্যন্ত দু পারে চার শতাধিক যানবাহন পার হওয়ার অপেক্ষায় রয়েছে জানিয়ে তিনি বলেন, আটকে পড়ার পর ফেরিগুলো দ্রুত উদ্ধার করার জন্য উদ্ধারকারী যান কাজ চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর ইতোমধ্যেই তারা সার্ভে করে গেছেন। সমস্যা সমাধানের চেষ্টা চলছে।