টেকনাফে আরএসও ‘সদস্য’ গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফ থেকে রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশনের (আরএসও) এক ‘সদস্যকে’ গ্রেপ্তার করেছে পুলিশ

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2017, 04:48 PM
Updated : 9 July 2017, 04:48 PM

গ্রেপ্তার দোস মোহাম্মদ (৩০) টেকনাফের হ্নীলা ইউনিয়নের মুচনী নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের সি - ব্লকের জলিল আহমদের ছেলে।

টেকনাফ থানার ওসি মো. মাঈন উদ্দিন খান জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মুচনী নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী শিবিরে এ অভিযান চালানো হয়।

পুলিশ বলছে, দোস মোহাম্মদের বিরুদ্ধে টেকনাফ থানায় জঙ্গি তৎপরতা, হত্যা, অপহরণসহ বিভিন্ন অভিযোগে এক ডজনেরও বেশি মামলা আছে।

ওসি মাঈন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ হ্নীলার মুচনী শরণার্থী ক্যাম্পে জঙ্গি সংগঠন আরএসও এর গোপন বৈঠকের খবরে অভিযানে যায় পুলিশের একটি দল চালায়। এ সময় ক্যাম্পের ৮৩৭ নম্বর শেড থেকে আরএসও সক্রিয় সদস্য দোস মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। ”

পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন পালিয়ে গেছেন। এ নিয়ে দোস মোহাম্মদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান তিনি।