ফরিদপুরে আ. লীগের দুপক্ষের সংঘর্ষে আহত ২৫

ফরিদপুরের সদরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫জন আহত হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2017, 01:39 PM
Updated : 9 July 2017, 01:39 PM

রোববার উপজেলার কৃষ্টপুর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে সদরপুর থানার ওসি হারুন অর-রশিদ জানান।

আহতদের মধ্যে হারুন, মাজেদ ও ওয়াজেদ শেখকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে অন্যদের সদরপুর, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, তিনদিন আগে কৃষ্টপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল ফকিরের এক কর্মীকে মারধর করে আওয়ামী লীগ নেতা তিতাস মিয়ার সমর্থকেরা। এ নিয়ে বিল্লাল ও তিতাস মিয়ার সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল।

রোববার বেলা ১১টার দিকে দুপক্ষের সমর্থকরা দেশি অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। এতে ২৫জন আহত হন।

সংঘর্ষে মধ্যে দুপক্ষের বেশ কয়েকটি বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।   

ওসি হারুন বলেন, সংঘর্ষের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।