মাদক ‘বিক্রেতা’ ইউপি সদস্যের আত্মসমর্পণ

মাদক মামলার আসামি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার এক ইউনিয়ন পরিষদ সদস্য পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2017, 01:11 PM
Updated : 9 July 2017, 01:12 PM

রোববার দুপুরে তার কার্যালয়ে এসে মো. জাকির হোসেন আত্মসমর্পণ করেন বলে জানান পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান।

জাকির উপজেলার গোপিনাথপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। তার বিরুদ্ধে মাদক মামলাসহ বিভিন্ন অপরাধের অভিযোগ কসবা ও পার্শ্ববর্তী আখাউড়া থানায় সাতটি মামলা রয়েছে।

পুলিশের ভাষ্য, জাকির দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত। তিনি ভারতের ত্রিপুরা সীমান্তবর্তী কসবা উপজেলার শীর্ষ মাদক বিক্রেতা।

এসপি মিজানুর বলেন, “জাকির এখন থেকে আর মাদক ব্যবসা করবেন না বলে অঙ্গীকার করেছেন। তার মত যারা মাদক ব্যবসার সঙ্গে যুক্ত তারা যদি আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান তাহলে আমরা তাদেরকে স্বাগত জানাব।”

সবার সম্মিলিত প্রচেষ্টায় ব্রাহ্মণবাড়িয়া থেকে মাদক নির্মূল করার প্রত্যাশাও ব্যক্ত করেন পুলিশ সুপার।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, গোপিনাথপু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর মান্নান, গোপিনাথপুর আলহাজ্ব শাহ্আলম ডিগ্রি কলেজের অধ্যক্ষ আকরাম খাঁন, জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও-১ মো. ইমতিয়াজ আহমেদ, সদর মডেল থানার ওসি মো. নবীর হোসেন, জেলা জজ আদালতের আইনজীবী জহিরুল ইসলাম প্রমুখ।