যশোরে হাসপাতাল থেকে নবজাতক চুরি 

যশোর সদর হাসপাতাল থেকে এক নবজাতক চুরি হয়েছে।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2017, 10:01 AM
Updated : 9 July 2017, 10:58 AM

রোববার সকালে হাসপাতালের লেবার ওয়ার্ড থেকে শিশুটি চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়ার কথা জানান ওই ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলাম।

সদর উপজেলার রূপদিয়া বাজার এলাকার সাইফুল ইসলামের স্ত্রী রূপালী বেগমের (২৩) ছেলে হয় শনিবার রাত আড়াইটার দিকে।

এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে বলে যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক সুকুমার রায় জানান।

আটক মমতাজ পারভীন শহরের মোল্লাপাড়ার সাখাওয়াত হোসেনের স্ত্রী মমতাজ পারভীন। তিনি ওই ওয়ার্ডে ঘোরাঘুরি করছিলেন বলে এসআই সুকুমার জানান।

রূপালী বেগম বলেন, সকালে লেবার ওয়ার্ডে তার শাশুড়ি সখিনা বেগমের কোলে বাচ্চাটি ছিল। এ সময় অজ্ঞাত পরিচয় এক নারী এসে তাদের বলেন, তার কোনো সন্তান নেই। বাচ্চাটিকে একটু কোলে নিতে চান।

এরপর সখিনা বেগমের কাছ থেকে কৌশলে বাচ্চাটি কোলে নিয়ে ওই নারী সটকে পড়েন বলে জানান রূপালী।

এ সময় হাসপাতালে থাকা যশোর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাজী আশরাফুল আজাদ বলেন, পৌনে ১১টার দিকে হাসপাতালে প্রবেশের সময় বোরকা পরা এক নারী ছোট্ট এক বাচ্চাকে নিয়ে যেতে দেখেন। এর আধঘণ্টা পরে শিশু চুরির খবর পেয়ে তিনি লেবার ওয়ার্ডে যান।

বোরকা পরা ওই নারী বাচ্চাটি চুরি করেছে বলে ধারণা করছেন তিনি।

চিকিৎসক রবিউল বলেন, ওয়ার্ড থেকে শিশু চুরির অভিযোগ পেয়ে সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। ফুটেজ দেখে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।