বাঘা উপজেলা চেয়ারম্যানসহ ১০ জামায়াত নেতা আটক

রাজশাহীর বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান জিন্নাত আলীসহ জামায়াতে ইসলামীর ১০ নেতাকে ‘নাশকতার পরিকল্পনার’ অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2017, 03:54 AM
Updated : 9 July 2017, 03:54 AM
বাঘা থানার ওসি আলী মাহমুদ জানান, শনিবার বিকালে উপজেলার আমোদপুর জামে মসজিদে ‘গোপন বৈঠক করার সময়’ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জিন্নাত আলী বাঘা উপজেলা জামায়াতের আমির। তার সঙ্গে চারঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেলা জামায়াতের সেক্রেটারি নাজমুল হক, বাঘা পৌরসভা জামায়াতের আমির সাইফুর ইসলাম, আড়ানী পৌরসভা জামায়াতের আমির সামশুল ইসলাম, বাউসা ইউনিয়ন জামায়াতের আমির মজিবুর রহমান, বাজুবাঘা ইউনিয়নের আমির ওয়াজেদ আলীকেও গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার বাকি চারজন হলেন- সেকেন্দার আলী, মোয়াজ্জেম হোসেন, আহম্মদ আলী ও রফিকুল ইসলাম।

ওসি বলেন, “সন্ধ্যার আগে জিন্নাত আলীর বাড়ির পাশের মসজিদে গোপন বৈঠক করছিলেন তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে।”

ওই দশজনের বিরুদ্ধে ‘নাশকতার পরিকল্পনার’ অভিযোগে মামলা করা হবে বলে জানান ওসি।