আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

ঢাকার আশুলিয়ার একটি বহুতল পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2017, 06:36 PM
Updated : 8 July 2017, 07:14 PM

ফায়ার সার্ভিসের উত্তরা স্টেশনের কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, শনিবার রাত ৯টার দিকে নরসিংহপুরে মেডলার অ্যাপারেল নামের পোশাক কারখানার আটতলা ভবনের দ্বিতীয় তলায় লাগা আগুন প্রায় চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।

মেডলার অ্যাপারেল এর মালিক বিএনপি নেতা মিজানুর রহমান সিনহার ছোট ভাই আরিফুর রহমান সিনহা।  

ফায়ার সার্ভিসের কর্মকর্তা শফিকুল বলেন, ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের আশুলিয়া, সাভার, ডিইপিজেড ও টঙ্গীসহ ছয়টি স্টেশনের মোট নয়টি ইউনিট রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওই ভবনে কেউ আটকা ছিল না এবং কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সর্ম্পকে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস ও পুলিশ।

আশুলিয়া থানার ওসি আবদুল আউয়াল জানান, ভবনে আগুন লাগার ২০ থেকে ২৫ মিনিট আগে কারখানা ছুটি হয়েছিল।

ভবনটিতে আগুন লাগার পর থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। পরে রাত ১টার দিকে সড়কটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।