স্ত্রীর মামলায় কারাগারে কিশোরগঞ্জ এলজিইডির প্রকৌশলী

স্ত্রীর করা মামলায় গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে কিশোরগঞ্জ এলজিইডির এক প্রকৌশলীকে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2017, 03:07 PM
Updated : 8 July 2017, 03:07 PM

শনিবার কিশোরগঞ্জের ভৈরবপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম কামরুজামান জানান।

গ্রেপ্তার আজিজুর রহমান কিশোরগঞ্জ এলজিইডিতে কর্মরত।

পুলিশ কর্মকর্তা কামরুজামান বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের এক মামলার পরোয়ানাভুক্ত আসামি আজিজুর। তাকে কিশোরগঞ্জের ভৈরবপুর থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহারের বরাত দিয়ে তিনি জানান, নির্যাতনের অভিযোগ এনে ১৫ দিন আগে ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা করেন আজিজুরের স্ত্রী। মামলায় দুই সন্তান ও তাকে ভরণ-পোষণ না দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

তবে অনেক আগেই স্ত্রীকে আইনগতভাবে তালাক দিয়েছেন বলে পুলিশের কাছে দাবি করেছেন আজিজুর।