এসআই অপহরণ মামলার ৭ আসামি গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জ থানার এসআই মশিউল আলমকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের মামলার সাত আসামিকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2017, 02:30 PM
Updated : 8 July 2017, 02:30 PM

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. নাজিম উদ্দিন জানান, শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত সদরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার ভাটি কানাইপুরের পারভেজ মোল্লা (২৬), পাপ্পু মোল্লা (২১), কানাইপুরের সুজন সরকার (২২), মিতুল খান (২৫)  গোপালপুরের শিমুল মোল্লা (২০), বেলায়েত হোসেন বিপ্লব (২৭)  ও অম্বিকাপুরের  সাদ্দাম হোসেন।

এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা দুইটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

ওসি নাজিম উদ্দিন বলেন, গত ১৩ মে কেরানীগঞ্জ থানার এসআই মশিউল আলম মোটরসাইকেলে করে বাসার দিকে যাচ্ছিলেন। পথে চিতাখোলা ব্রিজের কাছে অপহরণকারীরা তার গতিরোধ করে তুলে নিয়ে যায় ।

“পরে তারা ফোন করে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে এক লাখ পাঁচ হাজার টাকা হাতিয়ে নিয়ে গভীর রাতে ওই রাস্তার পাশে ফেলে যায়।”

পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। পরের দিন মশিউল আলম বাদী হয়ে অপহরণ ও মুক্তিপণ মামলা করেন বলে জানান তিনি।