যমুনা বিপৎসীমার উপরে, ৩০ হাজার মানুষ পানিবন্দি

জামালাপুরে যমুনার পানি বিপৎসীমার উপর দিয়ে বইছে; ফলে জেলার চার উপজেলার ১২ ইউনিয়নের ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2017, 02:11 PM
Updated : 8 July 2017, 02:11 PM

যমুনার পানি গত ২৪ ঘণ্টায় ১৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে শনিবার বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বাড়ায় জেলার চারটি উপজেলার আরও ছয়টি ইউনিয়ন নতুন করে প্লাবিত হয়েছে। ফলে ইসলামপুর, দেওয়ানগঞ্জ, সরিষাবাড়ি ও মেলান্দহ উপজেলার ১২টি ইউনিয়নের শতাধিক গ্রামের ৩০ হাজারের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

পানি ঢুকে পড়েছে জেলার ২২টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে।

জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান, ইসলাপুর উপজেলার ২০টি, দেওয়ানগঞ্জের একটি ও মেলান্দহ উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে শনিবার ইসলামপুরের পানিবন্দি এক হাজার পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম এহছানুল মামুন।

তাছাড়া বন্যা কবলিত মানুষদের জন্য ছয়টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বলে জানান তিনি।

জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীর জানান, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার বন্যার্তদের জন্যে ১০ মেট্রিক টন করে চাল ও নগদ ১০ হাজার টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে ।