খাৎনার ভোজের আগেই প্রাণ গেল শিশুটির

একমাত্র ছেলের সুন্নতে খাৎনার ভোজের আয়োজন করেছিলেন মাগুরার শালিখা উপজেলার মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তি। কিন্তু ভোজ শুরুর আগেই বিদ্যুতায়িত হয়ে মারা গেল শিশুটি।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2017, 12:14 PM
Updated : 8 July 2017, 12:14 PM

শনিবার উপজেলার দীঘি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান আড়পাড়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুবাস চন্দ্র বিশ্বাস।

নিহত ফারুক হোসেন (১১) ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী আক্তার মোল্যার একমাত্র ছেলে। সে স্থানীয় দীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।  

তাদের আত্মীয় আবুল হোসেন জানান, তিনটি মেয়ের পর জন্ম ফারুকের জন্ম হয়। ছেলের সুন্নতে খাৎনা উপলক্ষে শনিবার দুপুরে বাড়িতে আত্মীয় স্বজনসহ শুভাকাঙ্খীদেরকে দাওয়াত দেওয়া হয়।

“এ উপলক্ষ্যে বাড়িতে গান বাজনারও আয়োজন করা হয়। বাজার থেকে ভাড়া করে আনা সাউন্ড বক্স বিদ্যুতের সংযোগ দিতে সুইচ বোর্ডে প্লাগ লাগাতে যায় ফারুক। ওই সময় বিদ্যুতায়িত হয়ে মারাত্মক আহত হয় সে।”

আশঙ্কাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান তিনি।

চিকিৎসক সুবাস চন্দ্র বিশ্বাস বলেন, ছেলের মৃত্যুতে উৎসবের বাড়ি বিষাদে ছেয়ে গেছে।