চুল বড় রাখায় শিক্ষার্থীকে প্রধানশিক্ষকের মারধর

চুল বড় রাখায় নাটোর সদরে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর করেছেন প্রধানশিক্ষক।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2017, 06:40 PM
Updated : 7 July 2017, 06:40 PM

সাদমান মুত্তাকি (৮) নামে নাটোর সরকারি বালক বিদ্যালয়ের ওই শিক্ষার্থী বর্তমানে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়ে বাসায় আছে।

ওই শিক্ষার্থীর বাবা আলমগীর হোসেনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চুল বড় রাখায় বৃহস্পতিবার অর্ধবার্ষিকী পরীক্ষা চলাকালে আমার ছেলেকে প্রধানশিক্ষক রমজান আলী আকন্দ চড়থাপ্পড় মারে। এরপর থেকে তার শরীরে জ্বর চলে আসে।”

এ শিক্ষকের অপসারণ চেয়ে ঘটনাটি নাটোরের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামানকে জানানো বলেন- আলমগীর।  

শিক্ষার্থীকে মারধরের কথা স্বীকার করে রমজান আলী বলেন, “আমি ওই শিক্ষার্থীর বড় চুল দেখে উত্তেজিত হয়ে পড়েছিলাম। এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। আমার ভুল হয়েছে।”

রোববার প্রধানশিক্ষকের কাছে বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান জানিয়েছেন।