কক্সবাজারে ইয়াবা উদ্ধার, আটক ৪

কক্সবাজার সদরে ত্রিশ হাজার ইয়াবা ট্যাবলেট ও অটোরিকশাসহ চারজনকে আটক করেছে পুলিশ।

কক্সবাজার  প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2017, 02:07 PM
Updated : 7 July 2017, 02:07 PM

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ঝিলংজা ইউনিয়নের চান্দের পাড়ায় এ অভিযান চালানো হয় বলে জানান কক্সবাজার সদর থানার ওসি রণজিত কুমার বড়ুয়া।

আটকরা হলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের আবুল হোসেনের ছেলে মোহাম্মদ ইউনুছ (২২), একই উপজেলার সদর ইউনিয়নের লেঙ্গুরবিলের ফজলুল করিমের ছেলে সরওয়ার জাহান জুয়েল (৩৫), টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়ার সুলতান আহমদের ছেলে অলি উল্লাহ (২২) ও আমিন উল্লাহ (৩৫)।

তাদের কাছ থেকে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট, ৩৫ হাজার টাকা এবং পাচার কাজে ব্যবহৃত দুইটি অটোরিকশা উদ্ধার করা হয় বলে ওসি জানান।

ওসি রণজিত বলেন, চান্দের পাড়ায় স্থানীয় জনতার হাতে ডাকাত সন্দেহে চার জন ধরা পড়েছে খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে আটক করা হয়।

তিনি বলেন, “আটকদের স্বীকারোক্তি মতে, দুইটি অটোরিকশা তল্লাশি করে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।”

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি রণজিত।