গাইবান্ধায় জামায়াতের ১৫ নেতা-কর্মী আটক

গাইবান্ধার সাঘাটা উপজেলায় মসজিদে গোপন বৈঠকের সময় জামায়াতের ১৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। 

গাইবান্ধার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2017, 08:10 AM
Updated : 7 July 2017, 08:10 AM

বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান সাহারভিটা জামে মসজিদ থেকে শুক্রবার সকাল ১০টার দিকে তাদের আটক করা হয় বলে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান।

আটককৃতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- জেলা জামায়াতের নায়েবে আমীর ওয়ারেছ আলম দুদু ও সাঘাটা উপজেলা জামায়াতের সেক্রেটারী এনামুল হক।

বাকিরা জেলা ও উপজেলা জমায়াতের কর্ম পরিষদের সদস্য (রোকন) বলে জানালেও তাৎক্ষণিকভবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পরিদর্শক মোস্তাফিজুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর থেকে জামায়াতের নেতা-কর্মীরা ওই মসজিদে বৈঠক করছেন এমন গোপনে খবরের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ।

পরে সেখান থেকে ১৫ জনকে আটক করা হয় বলে জানান তিনি।  

তিনি বলেন, “কোনো নাশকতার পরিকল্পনার উদ্দেশ্যে তারা গোপনে বৈঠক করছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

এর আগে জঙ্গি আস্তানার খোঁজে গাইবান্ধা সদর উপজেলায় ব্রহ্মপুত্র নদের দুর্গম চরাঞ্চলে অভিযান চালিয়ে বুধবার এক নৌ ‘ডাকাতকে’ গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।