যমুনায় পানি বেড়ে জামালপুরে বন্যা

দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, মৌলভীবাজার, দক্ষিণের কক্সবাজার, উত্তরের লালমরিহাট ও কুড়িগ্রামের পর এবার জামালপুরেও বন্যা দেখা দিয়েছে।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2017, 06:07 AM
Updated : 7 July 2017, 10:09 AM

যমুনায় জল বেড়ে জামালপুরে বন্যা দেখা দিয়েছে বলে জানিয়েছেন জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নবকুমার চৌধুরী।

শুক্রবার সকালে ইসলামপুর উপজেলার উলিয়া হার্ডপয়েন্ট এলাকায় এমআরসি প্রকল্পের পাইলিং বাঁধের ওপর দিয়ে যমুনার পানি প্রবাহিত হতে দেখা যায়।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার আব্দুল মান্নান জানান, পাহাড়ি ঢলের কারণে জামালপুরের নদ-নদীতে পানি বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে।

“গত ২৪ ঘণ্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৩৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। শুক্রবার সকালে বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।”

বেলগাছা, সাপধরি, চিনাডুলি, কুলকান্দি, নোয়ারপাড়া ও পার্থশী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বলে জানান গেজ রিডার মান্নান ।

মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম বলিদাখালী নদীর ভাঙনে সাদিপাটি এলাকার একটি মসজিদ ও অন্তত ২০টি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার খবর দিয়েছেন।

স্থানীয়রা নিজ উদ্যোগে ভাঙন প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান।

ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়য়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউর রহমান সনেট বলেন, যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় তার ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে প্রায় চার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

উপজেলার বেলগাছা ইউনিয়নের মন্নিয়া, বড়ুল ও সিন্দুরতলী চরাঞ্চলে নদীভাঙনের খবর দিয়েছেন ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক।

তিনি বলেন, তার ইউনিয়নে গত তিন দিনে ৮০টি বসতবাড়ি যমুনা গর্ভে বিলীন হয়েছে।

উলিয়া হার্ডপয়েন্টে এমআরসি পাইলিং বাঁধের ওপর পানি প্রবাহ সম্পর্কে প্রকৌশলী নবকুমার বলছেন, বাঁধের ঝুঁকিপূর্ণ অংশ মেরামতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় তাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে বলে তিনি জানান।

পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসনও প্রস্তুত রয়েছে জানিয়ে জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীর বলেন, বন্যা শুরু হলেও এখনও কোথাও কোনো সংকট দেখা দেয়নি।