ঝালকাঠিতে জালিয়াতির মামলায় শিক্ষক দণ্ডিত

সনদ জালিয়াতির মামলায় ঝালকাঠির এক শিক্ষককে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2017, 12:26 PM
Updated : 5 July 2017, 12:26 PM

ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম আবু শামীম আজাদ বুধবার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত রুহুল আমিন নলছিটি উপজেলার নচনমহল ইউনিয়নের ডেবরা গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি ডেবরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ১৩ হাজার টাকা জরিমানাও করা হয় বলে জানান আদালতের অতিরিক্ত পিপি সঞ্জীব বিশ্বাস।

মামলার বিবরণে বলা হয়, জাল সনদে শিক্ষকতা, প্রতারণা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ২০১১ সালের ২৬ জুন নলছিটি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  এ কে এম হারুন অর রশিদ শিক্ষক রুহুল আমিনের বিরুদ্ধে একটি মামলা করেন।

তদন্ত শেষে ২০১১ সালের ১০ অক্টোবর রুহুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

স্কুলের চাকরিতে যোগদানের সময় রুহুল আমিনের দাখিল করা এসএসসি, এইচএসসি, বিএ ও বিএড পরীক্ষার সনদকে ভুয়া বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী সঞ্জীব বিশ্বাস জানান, রুহুলকে সনদ জালিয়াতি ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় পাঁচ বছর করে এবং প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সব সাজা একসঙ্গে শুরু হবে বলে পাঁচ বছরেই তার সাজা ভোগ শেষ হবে বলে জানান সঞ্জীব। 

এর আগে তদন্তে রুহুল আমিনের শিক্ষাগত সকল সনদই ভুয়া প্রমাণিত হলে ২০০৭ সালের জুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তার এমপিও স্থগিত করেছিলেন বলে জানান সঞ্জীব জানান।