ধসের আশঙ্কায় দীঘিনালার ৩ স্কুল বন্ধ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ভারি বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2017, 03:31 AM
Updated : 5 July 2017, 09:54 AM

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শেখ শহিদুল ইসলাম জানান, ক্ষেত্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মায়াফাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চমড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ধসের ঝুঁকিতে থাকায় বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

ভারি বৃষ্টি বন্ধ না হওয়া পর্যন্ত বিদ্যালয়গুলো বন্ধ থাকবে বলেও তিনি জানান।

তিনটির মধ্যে মায়াফাপাড়া বিদ্যালয়টি বেশি ঝুঁকিতে রয়েছে।

এর প্রধান শিক্ষক টিপলু বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার বিকালে বিদ্যালয়টির সামনের অংশ ধসে যায়। যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে পুরো ভবন।

“টানা বর্ষণের কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে বিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে মঙ্গলবার দুপুরে স্কুলটি ছুটি ঘোষণা করে।”

বিদ্যালয়টিতে চারজন শিক্ষক ও ১০৫ জন শিক্ষার্থী রয়েছে বলে তিনি জানান।

চমড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তন্ময়া চাকমাও একই কথা বলেন।

“পাহাড় ধসের ঝুঁকি থাকায় মঙ্গলবার থেকে প্রশাসনকে জানিয়ে বিদ্যালয়টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।”