হুন্ডির টাকাসহ বেনাপোলে এক ব্যক্তি আটক 

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় নয় লাখ টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। 

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2017, 09:13 AM
Updated : 4 July 2017, 09:18 AM

বেনাপোল চেকপোস্ট সংলগ্ন সীমান্তবর্তী সাদিপুর মোড় থেকে মঙ্গলবার সকালে ৫৫ বছর বয়সী আজগর আলীকে আটক করা হয় বলে যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান।

আজগার যশোরের শার্শা উপজেলার বালুণ্ডা গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।    

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কর্নেল আরিফুল বলেন, হুন্ডির মাধ্যমে ভারতে টাকা পাচার করা হচ্ছে গোপনে এমন খবর পায় বিজিবি।পরে বিজিবির টহলদেলের সদস্যরা অভিযান চালিয়ে আজগরকে আটক করে।

“এ সময় পরে তার সঙ্গে থাকা একটি বাজারের ব্যাগে তল্লাশি চালিয়ে নয় লাখ টাকা উদ্ধার করা হয়।”

উদ্ধারকৃত নোটগুলোর মধ্যে ৪০০টি এক হাজার টাকার নোট ও এক হাজার ৫০০ টাকার নোট ছিল বলে আরিফুল জানান।

বিজিবি চেকপোস্ট ক্যাম্পের সুবেদার আব্দুল ওয়াহাব বলেন, আজগরেকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া টাকাগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।