কুড়িগ্রামে ভিজিএফের গম কম দেওয়ার প্রতিবাদ করায় মারধর

কুড়িগ্রামের উলিপুরে ভিজিএফের গম কম দেওয়ার প্রতিবাদ করায় এক কলেজছাত্রকে মারধর করা হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2017, 04:57 AM
Updated : 4 July 2017, 05:59 AM

আহত নূর আলমকে (২০) উলিপুর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নূর আলম এসএসসি ও এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে কুড়িগ্রাম সরকারি মহাবিদ্যালয়ে পর্দাথবিজ্ঞান বিভাগে বিএ (সম্মান) প্রথম বর্ষে পড়ছেন।

হাসপাতালে চিকিৎসাধীন নূর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার মা নুর বানু (৪৫) অসুস্থ থাকায় তিনি রোববার দুপুরে ভিজিএফের গম নিতে যান।

“কিন্তু ১৩ কেজি গমের পরিবর্তে আমাকে ৯ কেজি গম দেওয়া হয়। আমি ১৩ কেজি গম চাইলে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে গ্রাম পুলিশ মেহেরুল ইসলাম, চেয়ারম্যানের লোক ফয়জার রহমান (৩২), রাজু মিয়া (৩৫) ও জহুরুল হকসহ (৩৬) কয়েকজন আমাকে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধোর করে।”

পরে স্থানীয়রা তাকে উলিপুর হাসপাতালে নিয়ে যায় বলে তিনি জানান।

নূর আলমের মা নূর বানু বলেন, অন্যের বাড়িতে কাজ করে তিনি তার একমাত্র ছেলেকে পড়াশুনা করাচ্ছেন।

“স্বামী না থাকায় ২০ বছর ধরে বাবার বাড়ি আশ্রয় নিয়ে আছি। পড়াশুনা করা ছেলে অন্যায়ের প্রতিবাদ করায় প্রভাবশালীদের হাতে মার খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। চেয়ারম্যান আর তার পেটোয়া বাহিনীর বিচার চাই।”

খবর পেয়ে সোমবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শফিকুল ইসলাম নূর আলমকে উলিপুর হাসপাতালে দেখতে যান।

তারা ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে সাংবাদিকদের জানান।

উলিপুর থানার ওসি এস কে আব্দুল্লা আল সাঈদ বলেন, এ ঘটনায় নূর আলম থানায় অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত পর্যায় রয়েছে।