ডিমলায় জমি নিয়ে সংঘর্ষে কৃষিশ্রমিক নিহত

নীলফামারী প্রতিনিধি,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2017, 07:36 AM
Updated : 3 July 2017, 07:36 AM

নীলফামারীর ডিমলা উপজেলায় জমির বিরোধে দুই পক্ষের সংঘর্ষে এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে; এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত নয়জন।

নিহত ফজলে রহমান (৫৫) উপজেলার নাউতারা গ্রামের আব্দুল গফুরের ছেলে।

সোমবার সকাল ৭টার দিকে ওই গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে বলে জানান ডিমলা থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, একটি জমির মালিকানা নিয়ে বিরোধ রয়েছে একই গ্রামের বোরহান উদ্দিন ও আনিছুর রহমানের মধ্যে।

“সকালে আনিছ তার লোকজন নিয়ে ওই জমিতে আমন চারা রোপণ করতে যান। এ সময় বোরহান ও তার লোকজন বাধা দিলে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে আহত ফজলে রহমান হাসপাতালে নেওয়ার পথে মারা যান।”

সংঘর্ষে উভয় পক্ষের আহত নয়জনকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি মোয়াজ্জেম।