রংপুর সিটি মেয়রের উপর হামলা, যুবক আটক

রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুর উপর হামলার হয়েছে।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2017, 02:59 PM
Updated : 3 July 2017, 10:28 AM

রোববার সন্ধ্যায় মেয়রের বাড়ির পাশে একটি দোকানে  বসে গল্প করার সময় হামলা হয়েছে বলে কোতোয়ালি থানার ওসি এ বি এম জাহিদুল ইসলাম জানান ।

তিনি বলেন, “ঘটনার পরপর স্থানীয়রা সাদ্দাম হোসেন (৩০) নামে একজনকে ধরে পুলিশে দিয়েছে। সাদ্দামকে জিজ্ঞাসাবাদ চলছে।”

সাদ্দাম নগরীর বুড়ির হাট কেল্লাবন্দ এলাকার আব্দুল গফুরের ছেলে।

রংপুর শহরের জি এল রায় রোড়ের পাশেই মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুর বাসভবন। ওই সড়কের পাশেই ঘরের সাজ নামে ফার্নিচারের দোকানে হামলার শিকার হন তিনি।

ওই দোকান মালিক সরফুল করিম সরফু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “মেয়র বিভিন্ন সময় আমার ফার্নিচারের দোকানে বসে গল্প করেন। সন্ধ্যার কিছু আগে তিনি এসে গল্প করছিলেন। হঠাৎ এক যুবক এসে তাকে কিলঘুষি মারতে থাকে। এক পর্যায়ে তাকে চেয়ার থেকে মাটিতে ফেলে দেয়”।

“আশপাশের লোকজন ছুটে এসে যুবকটিকে আটক করে পুলিশে দেয়।”

এ নিয়ে মেয়র সরফুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ আমি বুঝতে পারছি না কেন আমার ওপর হামলা চালানো হলো। হয়তো বা হত্যার উদ্দেশ্যে এ হামলা।”

ঘটনার পর পুলিশ সুপার মিজানুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মেয়রের সঙ্গে দেখা করেছেন।