নীলফামারীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

নীলফামারীর ডিমলায় বালু পরিবহন কেন্দ্র করে বর্তমান ও সাবেক ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ১২ জন।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2017, 01:58 PM
Updated : 2 July 2017, 01:58 PM

রোববার উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের বিন্যাকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে বলে ডিমলা থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন জানান।

নিহত জাহেদ আলীর (৫০) লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

আহত অন্যরা হলেন, আব্দুর রশীদ (৩০), মশিয়ার রহমান (৪৫), মনছুর আলী (৩০) ইউপি সদস্য আমিনুর রহমান , তার ছেলে  হাসানুর রহমান (২৮), হাবিবুর রহমান (২৫), জামাতা আসাদুজ্জামান (৩০) নূর হোসেন (৩৫) ও শাহিন আলম (১৯)।

ওসি মোয়াজ্জেম বলেন, বিন্যাকুড়ি গ্রামের একটি কাঁচা সড়ক দিয়ে ট্রলিতে করে সাবেক ইউপি সদস্য আব্দুর রশীদ বালু পরিরহন করছিলেন। সড়কটি নষ্ট হবে এমন কথা বলে বর্তমার ইউপি সদস্য আমিনুর রহমান  তাতে বাঁধা দেন।  এনিয়ে তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

এতে আহতদের  ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় জাহেদ আলী মোজাফ্ফর হোসেন, নুরল হক ও আমেনাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিকালে সেখানে জাহেদের মৃত্যু হয় বলে জানান তিনি।