জামালপুরে আল আমিন হত্যায় কেউ গ্রেপ্তার হয়নি

জামালপুরে প্রকৌশলী আল আমিন হত্যার নয় দিনেও মামলার কোনো আসামি গ্রেপ্তার হয়নি।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2017, 11:49 AM
Updated : 2 July 2017, 11:51 AM

এ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে রোববার জামালপুর সদরে জামালপুর-টাংগাইল মহাসড়কের বিনন্দের পাড়া বাজারে মানববন্ধন করেছেন এলাকাবাসী।  

মানববন্ধনে এলাকার স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

এ সময় স্বজনসহ অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

ঘণ্টাব্যাপী এই মাবনবন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবম জাফর ইকবাল জাফু, নিহত আল আমিনের বাবা মজিবুর রহমান, কেন্দুয়া ইউপি চেয়ারম্যান শেখ মাহবুবুর রহমান মঞ্জু, কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক নুরল, কেন্দুয়া ইউপি সদস্য মোতালেব হোসেন, আমিনুল ইসলাম স্বপন, যুবলীগ নেতা আনোয়ার হোসেন আসলাম ও ছাত্রলীগ নেতা হৃদয় আকন্দ চমক।

বক্তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।

নিহত ডিপ্লোমা প্রকৌশলী আল আমিন (২২) জামালপুর সদরের বিচটিয়া পাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে।

গত ২৪ জুন সন্ধ্যায় বাড়ির কাছে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে পিটিয়ে হত্যা করা হয় ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেক্টিক্যাল বিষয়ে সদ্য ডিপ্লোমা পাশ করা আল আমিনকে।

এ ঘটনায় ২৮ জুন নিহতের বাবা মজিবুর রহমান বাদী হয়ে মাফিকুল ইসলামকে প্রধান আসামি করে পাঁচ জনের নামে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।