লালমনিরহাটে পানিবন্দি শতাধিক পরিবার 

ভারত থেকে নেমে আসা ঢলে লালমনিরহাটে তিস্তার পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে; বাঁধ ভেঙে পানিবন্দি হয়ে পড়েছে একটি গ্রামের দুই শতাধিক পরিবার।

লালমনরিহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2017, 07:43 AM
Updated : 2 July 2017, 01:51 PM

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৬টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

এই পরিস্থিতিতে তিস্তা ব্যারেজের সব গেইট খুলে দেওয়া হয়েছে বলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানিয়েছেন।

এদিকে শনিবার রাতের ঢলে হাতীবান্ধা উপজেলার সিংঙ্গীমারী ইউনিয়নের ধুবনি গ্রামের দুটি অংশে বাঁধ ভেঙে গেলে পাঁচ থেকে সাতশ পরিবার পানিবন্দি হয়ে পড়ে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু জানান।

তিনি বলেন, “রোববার দুপুরের দিকে পানি কিছুটা কমেছে। তবে এখনও প্রায় দুইশ পরিবার পানিবন্দি হয়ে আছে।”

দুর্গত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় ত্রাণ বরাদ্দ চেয়ে জেলা প্রশাসনে চিঠি পাঠানো হয়েছে বলে হাতীবান্ধা উপজেলা প্রকল্প বাস্তাবয়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ জানিয়েছেন।