নরসিংদীতে অপহরণের ৩ দিন পর শিশু উদ্ধার

নরসিংদী থেকে অপহরণের তিনদিন পর সাত মাস বয়সী এক শিশুকে গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2017, 05:20 AM
Updated : 2 July 2017, 05:20 AM

নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সাংবাদিকদের তিনি বলেন, গাজীপুরের জয়দেবপুর থানার বোর্ডবাজার ডেকেরচালা এলাকার গাজী বিল্লালের বাড়ির ভাড়াটিয়া আসু মিয়ার ঘর থেকে শনিবার রাতে সাবিকুন নাহার তোহাকে তারা উদ্ধার করেন।  

তোহা নরসিংদী শহরের চৌয়ালা এলাকার আলমগীর হোসেনের মেয়ে।

এ ঘটনায় জড়িত অভিযোগে একই এলাকার রাকিবুল হাসান রানার (২৬) স্ত্রী সাবিনা আক্তারকে আটক করা হয়েছে। তারা তোহাদের সঙ্গে একই বাড়িতে ভাড়া থাকেন।

তবে ঘটনার পর থেকে সাবিনার স্বামী রানা ও আসুমিয়া পালিয়ে গেছে বলে পুলিশ সুপার আমেনা জানান।

নরসিংদী সদর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, গত বুধবার (২৮ জুন) বিকালে রাকিবুল,সাবিনাসহ অজ্ঞাত পরিচয় আরও কয়েকজন তোহাকে অপহরণ করেন।

“ওইদিনই অপহরণকারীরা তোহার বাবার মোবাইলে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে বিকাশের মাধ্যমে তাদের ৪০ হাজার টাকা দেওয়া হয়।”

ওসি বলেন, পরে শিশুটির বাবা নরসিংদী থানায় একটি অপহরণের মামলা করলে ওইদিনই পুলিশ অভিযান শুরু করে। তিনদিন অভিযান শেষে শিশুটিকে উদ্ধার করা হয়।