কুষ্টিয়ার জঙ্গি আস্তানায় বিস্ফোরণ

ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল আসার পর কুষ্টিয়ার ভেড়ামারার সন্দেহজনক জঙ্গি আস্তানায় অভিযান শুরুর পর দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।  

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2017, 03:43 PM
Updated : 1 July 2017, 03:50 PM

শনিবার বিকাল ৫টার দিকে বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছার পর আস্তানায় অভিযান শুরু করেন তারা।

অভিযান শুরুর আধঘণ্টা পর প্রথম এবং কিছুক্ষণ পর আরেকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। 

এ অভিযানের নাম ‘অপারেশন টেপিড পাঞ্চ’ বলে জানান ভেড়ামারার ইউএনও মিজানুর রহমান।

তিনি বলেন, ঘটনাস্থলের ৫০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

জেলা পুলিশ এবং ঢাকা থেকে আসা বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা অভিযানে অংশ নিচ্ছে বলে জানান তিনি।

কুষ্টিয়ার এএসপি (ভেড়ামারা সার্কেল) কামরুল হাসান বলেন, বিকাল ৫টা ৪০ মিনিটে অভিযান শুরু হয়। 

অভিযান শুরুর পর ৬টা ৮ মিনিটে একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরে ৬টা ৪৬ মিনিটে আরেকটি বিকট শব্দ শোনা যায়। 

কামরুল হাসান বলেন, সর্বশেষ উদ্ধারকৃত বিস্ফোরক নিষ্ক্রিয় করতে মাটির গর্ত খোঁড়ার কাজ চলছে।

বাড়িটির মালিক নাসিমা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।  

এসপি কামরুল জানান, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমানের নেতৃত্বে চলমান এই অভিযান সংক্রান্ত প্রেসব্রিফিং করা হবে রাত ১০টায়। 

শুক্রবার রাত ৩টার দিকে উপজেলার বামনপাড়া তালতলা এলাকার ওই বাড়িটি  ঘেরাও করে অবস্থান নেয়। পরে সেখান থেকে নব্য জেএমবির আমির আইয়ুব বাচ্চুর স্ত্রীসহ তিন নারী জঙ্গিকে আটক এবং দুটি সুইসাইডাল ভেস্ট, একটি পিস্তল, ম্যাগজিন ও গান পাউডার উদ্ধার করেছে কাউন্টার টেররিজম ইউনিট ও কুষ্টিয়া জেলা পুলিশ।

আটক তিন নারী হলেন নব্য জেএমবির বর্তমান আমির আইয়ুব বাচ্চু ওরফে সজীবের স্ত্রী তিথি, নব্য জেএমবির সেকেন্ড ইন কমান্ড আরমান আলীর স্ত্রী সুমাইয়া এবং রাজিকুল ওরফে রাশেদ ওরফে তালহার স্ত্রী টলি বেগম।

পুলিশ জানায়, এ ঘটনার প্রায় দুই মাস আগে জঙ্গিরা বাড়িটি ভাড়া নিয়েছিল বাড়ির মালিক স্থানীয় নাসিমার কাছ থেকে।