চাঁদাবাজির অভিযোগে ফরিদপুরে ২ পুলিশ প্রত্যাহার

চাঁদাবাজির অভিযোগে ফরিদপুরের চর ভদ্রাসন থানার দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2017, 02:48 PM
Updated : 1 July 2017, 02:56 PM

শনিবার ফরিদপুরের পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা এ কথা জানান।

প্রত্যাহার হওয়া দুই পুলিশ সদস্য হলেন, এসআই সাইদুর রহমান ও এএসআই নেছারউদ্দিন।

পুলিশ সুপার বলেন, এলাকাবাসীকে মামলার ভয় দেখিয়ে চাঁদা আদায় করছিল বলে অভিযোগ আনেন চরভদ্রাসন সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আজাদ খানসহ স্থানীয়রা।

এরই প্রেক্ষিতে ওই দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানান তিনি।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আমিনুল ইসলাম জানান, পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে জনপ্রতিনিধি ও স্থানীয়দের আনা চাঁদাবাজির অভিযোগ তদন্ত হচ্ছে।


অভিযোগ অস্বীকার করে এসআই সাইদুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা মাদকের ব্যাপারে সোচ্চার ছিলাম। ইউপি চেয়ারম্যানের এক চাচাত ভাইকে সার্চ করার তিনি ক্ষুব্ধ হন। এ কারণে তিনি আমাদের বিরুদ্ধে এসব অভিযোগ এনেছেন।”