দিনাজপুরে ভুট্টাক্ষেতে আদিবাসী নারীর লাশ

দিনাজপুরের বীরগঞ্জে একটি ভুট্টাক্ষেত থেকে আদিবাসী নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2017, 01:47 PM
Updated : 1 July 2017, 01:49 PM

মৃত ভূষণি ঋষি (৫০) উপজেলার ভোগনগর ইউনিয়নের ভাবকি মুশহর পাড়া গ্রামের কেশরি ঋষির স্ত্রী।

তার লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

বীরগঞ্জ থানার এসআই আনোয়ারুল ইসলাম জানান, শনিবার ভাবকি মুশহর পাড়া গ্রামের ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী কেশরি ঋষিসহ চারজনকে আটক করা হয়েছে।

আটক অন্যরা হলেন, কেশরির দ্বিতীয় স্ত্রী সকিনা ঋষি, জামাই দুলাল ঋষি ও ভাবকী গ্রামের প্রয়াত বিস্তার উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম।

সাইদুর বলেন, দুপুরে স্থানীয়দের দেওয়া সংবাদে বাড়ির পাশে ভুট্টাক্ষেত থেকে ভূষণি ঋষির লাশটি উদ্ধার করা হয়। সুরতহাল শেষে বিকালে লাশ এম আব্দুর রহিম হাসপাতালের মর্গে নেওয়া হয়।

নিহতের ডান কানে রক্ত ছিল। শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।