কুষ্টিয়ার আস্তানায় ঢুকেছে আইনশৃঙ্খলা বাহিনী

ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল আসার পর কুষ্টিয়ার ভেড়ামারার সন্দেহজনক জঙ্গি আস্তানায় অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।  

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2017, 01:21 PM
Updated : 1 July 2017, 01:21 PM

শনিবার বিকাল ৫টার দিকে বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছায়। এরপর অভিযান শুরু করেন তারা।

এ অভিযানের নাম ‘অপারেশন টেপিড পাঞ্চ’ বলে জানান ভেড়ামারার ইউএনও মিজানুর রহমান।

তিনি বলেন, ঘটনাস্থলের ৫০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

জেলা পুলিশ এবং ঢাকা থেকে আসা বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা অভিযানে অংশ নিচ্ছে

শুক্রবার রাত ৩টার দিকে উপজেলার বামনপাড়া তালতলা এলাকার ওই বাড়িটি  ঘেরাও করে অবস্থান নেয়। পরে সেখান থেকে নব্য জেএমবির আমির আইয়ুব আলীর স্ত্রীসহ তিন নারী জঙ্গিকে আটক এবং দুটি সুইসাইডাল ভেস্ট, একটি পিস্তল, ম্যাগজিন ও গান পাউডার উদ্ধার করেছে কাউন্টার টেররিজম ইউনিট ও কুষ্টিয়া জেলা পুলিশ।

আটক তিন নারী হলেন নব্য জেএমবির বর্তমান আমির আইয়ুব বাচ্চু ওরফে সজীবের স্ত্রী তিথি, নব্য জেএমবির সেকেন্ড ইন কমান্ড আরমান আলীর স্ত্রী সুমাইয়া এবং রাজিকুল ওরফে রাশেদ ওরফে তালহার স্ত্রী টলি বেগম।

পুলিশ জানায়, এ ঘটনার প্রায় দুই মাস আগে জঙ্গিরা বাড়িটি ভাড়া নিয়েছিল বাড়ির মালিক স্থানীয় নাসিমার কাছ থেকে।