ময়মনসিংহে শিশুকে ‘ধর্ষণের চেষ্টা’

ময়মনসিংহ শহরে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ষাটোর্ধ্ব এক ব্যক্তির বিরুদ্ধে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2017, 12:40 PM
Updated : 1 July 2017, 12:40 PM

শনিবার আরকে মিশন রোডে এ ঘটনা ঘটে।

শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পর আব্দুস সালাম নামের ওই ব্যক্তি পালিয়ে গেছেন বলে স্থানীয়রা জানান।

শিশুটির মা সাংবাদিকদের বলেন, সকালে আব্দুস সালাম ঠাণ্ডা পানীয় খাওয়ানোর কথা বলে শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে যান। খালি ঘরে একা পেয়ে তিনি তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করেন।

“কান্না করতে করতে মেয়েটি ঘর থেকে বের হয়ে আসে এবং প্রস্রাব করলে রক্ত বের হতে থাকে।”

পরে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনাটি জানায়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিষয়টি জানাজানি হলে আব্দুস সালাম বাসা থেকে পালিয়ে যান বলে মেয়েটির মা জানান।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক এ কে এম আবুল হোসাইন বলেন, “শিশুটির প্রস্রাবের রাস্তায় ক্ষত চিহ্ন আছে, তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। ধর্ষণের ঘটনা ঘটেছে কিনা নিশ্চিত হতে প্যাথলজিক্যাল পরীক্ষার জন্য ল্যাবে সোয়াপ পাঠানো হয়েছে।”

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, বিষয়টি তারা শুনেছেন এবং আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।