দিনাজপুরে বাস উল্টে যাত্রী নিহত

দিনাজপুর সদর উপজেলায় বাস উল্টে একজনের মৃত্যু হয়েছে; এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2017, 08:22 AM
Updated : 1 July 2017, 08:22 AM

জেলার ট্রাফিক পুলিশের পরিদর্শক আবদুল বারী জানান, শনিবার বেলা ১০টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের বাশেঁরহাটে এ দু্র্ঘটনা ঘটে।

নিহত কুমুদচন্দ্র রায় (৪৮) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বাসিন্দা।

পরিদর্শক বারী প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, রংপুর থেকে দিনাজপুর আসার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। স্থানীয়রা গিয়ে আহত ২৬ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কুমুদ মারা যান।

আহত যাত্রীদের মধ্যে ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ওয়ার্ড মাস্টার মাসুদ রানা।

তারা হলেন – তাসকিয়া (০৪), মিনহাজুল (৫১), মোবাশ্বের আলী (৪০), শিউলি (৪৫), নুরুন্নবী (২৭), হাসিনা বানু (২৫), আফরোজা (৩০), শাহজাহান (৪০), ফাতেমা (৩১),  সেলিম (২০), সাদেক (২৮), লিজা (২৫), হালিম (২৫), নিরঞ্জন (৩৫), দিলারা (৫০), লিটন (২৮), মোকাররম (৪০), রতন (৩২) ও বিপুল রায় (৪০)।

অন্য ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া বলেও জানিয়েছেন ওয়ার্ড মাস্টার মাসুদ রানা।

পুলিশ বাসটি জব্দ করলেও চালককে ধরতে পারেনি।