অগ্নিকাণ্ডের ৩ দিন পর ময়মনসিংহ মেডিকেলের আইসিইউ সচল

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুড়ে যাওয়া ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) চার দিনের মাথায় চালু করা হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2017, 04:25 PM
Updated : 30 June 2017, 04:33 PM

হাসপাতালের সহকারী পরিচালক ডা. লক্ষ্মী নারায়ন মজুমদার জানান, শুক্রবার দুপুরের পর আইসিইউ চালু করা হয়েছে। করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) সরিয়ে নেওয়া দুইজনকে ফের আইসিইউতে আনা হয়েছে।

ঈদের পর দিন মঙ্গলবার সকালে হাসপাতালের নতুন ভবনের পঞ্চম তলার আইসিইউতে আগুন লেগেছিল। এ সময় লাইফ সাপোর্ট মেশিন পুড়ে যাওয়ায় ছয়জন রোগীকে উদ্ধার করে সিসিইউতে স্থানান্তর করা হয়েছিল।

পুড়ে যাওয়া আইসিইউ

তাদের মধ্যে বুধবার সুরুজ মিয়া ও হেলাল উদ্দিন এবং বৃহস্পতিবার সখিনা ও হাবিবুর রহমানের মৃত্যু হয়।

এদিকে শুক্রবার দুপুরে ক্ষতিগ্রস্থ আইসিইউ ইউনিট পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান ও স্বাস্থ্য বিভাগের পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন।

এ সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক আব্দুল গনি, সহকারী পরিচালক লক্ষ্মী নারায়ন মজুমদার ও আবুল কাশেম, অধ্যক্ষ অধ্যাপক আনোয়ার হোসেন, ময়মনসিংহের সিভিল সার্জন খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।