ফেনীতে পুলিশ-‘ডাকাত’ গোলাগুলি, আহত ৩

ফেনীর সোনাগাজীতে পুলিশের সঙ্গে সন্দেভাজন ডাকাত দলের গোলাগুলি এক গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2017, 02:58 PM
Updated : 30 June 2017, 02:58 PM

সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, শুক্রবার উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বাদামতলী এলাকায় ঘটনায় গুলি ও বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গুলিবিদ্ধ ‘ডাকাত সর্দার’ শরিফ হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং আহত এএসআই মুনির হোসেন ও অপর পুলিশ সদস্য সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।

ওসি হুমায়ুন বলেন, “ভোরে বাদামতলী বাজারে ডাকাতির প্রস্ততির খবর পেয়ে অভিযানে যায় পুলিশের একটি দল। এ সময় ডাকাতদল পুলিশের উপর গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।”

গোলাগুলির একপর্যায়ে ডাকাত সর্দার শরিফ হোসেন গুলিবিদ্ধ ও এএসআই মুনির ও আরেক পুলিশ সদস্য আহত হয়।

ঘটনাস্থল থেকে একটি এলজি বন্দুক, একটি পাইপগান, ১০ রাউন্ড গুলি ও চাপাতিসহ বিভিন্ন ধরনের দেশিসহ চার ‘ডাকাতকে’ আটক করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা হুমায়ুন।  

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।