‘যৌতুকের’ জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা

‘যৌতুকের টাকা না পেয়ে’ রংপুরের পীরগাছায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2017, 01:42 PM
Updated : 30 June 2017, 01:42 PM

পীরগাছাথানার ওসি জাহাঙ্গীর হোসেনজানান, শুক্রবার দুপুরে উপজেলার পারুলইউনিয়নের আনন্দী ধনিরাম গ্রামেএ ঘটনা ঘটে।

মৃত মিনারাবেগম পারুল ইউনিয়নের মহিষমুড়ী গ্রামের মজিবর রহমানের মেয়েও আনন্দী ধনিরাম গ্রামের মিজানুর রহমানের স্ত্রী।

পারুলইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুলকালাম খান বিডিনিউজ টোয়েন্টিফোরডটকমকে বলেন, ১০ বছরআগে মিনারার সঙ্গে মিজানুরের বিয়ে হয়।

“বিয়েরপর থেকে তিন লাখটাকা যৌতুক দাবি করছিলমিজানুর। এরপর চলতি বছরের জানুয়ারিমাসে এক লাখ টাকাদেন মিনারার বাবা। তারপরও শ্বশুরবাড়ির অত্যাচারবন্ধ হয়নি। 

“যৌতুকের আরওদুই লাখ টাকার জন্য মিজানুর  শুক্রবার দুপুরে মিনারাকে মারধর করে। এতে ঘটনাস্থলেইমারা যান মিনারা।”

পরে স্থানীয়রামিজানুর রহমানকে আটক করে পুলিশে দেয় বলে জানান চেয়ারম্যান কালাম।

ওসি জাহাঙ্গীর জানান, “গৃহবধূ মিনারার লাশউদ্ধার ও স্থানীয়দের হাতে আটক মিজানুররহমানকে থানায় নিয়ে আসাহয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে পিটিয়ে হত্যার কথা স্বীকারকরেছে মিজানুর। ’

বিকালে মিনারারছোট ভাই আল আমিনএকটি হত্যা মামলা করেছেন বলেজানান এ পুলিশ কর্মকর্তা।