আশুলিয়ায় পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ

ঢাকার আশুলিয়ায় এক পোশাক শ্রমিককের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ; ঘটনার পর থেকে তার অটোরিকশাচালক স্বামী পলাতক রয়েছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2017, 07:54 AM
Updated : 30 June 2017, 07:54 AM

আশুলিয়া থানার এসআই মুকিব হাসান জানান, শুক্রবার সকালে আশুলিয়া ইউনিয়নের আমতলা এলাকার চান মিয়ার বাড়ির একটি কক্ষ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত নাজমা খাতুন (২৪) শেরপুর সদর উপজেলার চড়পাড়া গ্রামের আসাদুল ইসলাম আকাশের স্ত্রী বলে পুলিশ জানিয়েছে।

এসআই মুকিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাজমা চান মিয়ার বাড়ি ভাড়া থেকে আমতলা এলাকার এলাইন অ্যাপারেল কারখানায় কাজ করতেন। স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে।

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যার পর লাশটি ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল।”

ঘটনার পর থেকে নাজমার স্বামী আসাদুল পলাতক রয়েছেন বলে জানান এসআই মুকিব।

আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য হোসেন আলী মাস্টার বলেন, পারিবারিক কলহের জেরে নাজমাকে তার স্বামী শ্বাসরোধ করে হত্যা করেন বলে মনে করছে স্থানীয়রা।

এই দম্পতির রাকিব নামের এক বছরের একটি ছেলে রয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে পুলিশ জানিয়েছে।