শৈলকুপায় হামলায় আহত ব্যক্তির মৃত্যু, গ্রেপ্তার ৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তারের বিরোধে হামলায় আহত এক ব্যক্তি তিনদিন পর হাসপাতালে মারা গেছেন।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2017, 10:04 AM
Updated : 29 June 2017, 10:04 AM

বৃহস্পতিবার ভোর রাতে ঢাকার একটি হাসপাতালে মনিরদ্দিন বিশ্বাসের (৪৫) মৃত্যু হয়।  তিনি শৈলকুপার বড়দাহ গ্রামের তোরাব আলী বিশ্বাসের ছেলে।

এ ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে।

শৈলকুপা থানা ওসি আলমগীর হোসেন জানান, বড়দাহ গ্রামে দুটি পক্ষ রয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে।

“ঈদের দিন নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন মনিরদ্দিনসহ কয়েক জন। প্রতিপক্ষ একজনের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তাদের উপর হামলা চালানো হয়। এতে পাঁচ জন আহত হলে তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।”

ওসি বলেন, মনিরদ্দিনের অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে নেওয়া হয় ঢাকায়।

মরিদ্দিনের ভাই দিয়ানত বিশ্বাস শৈলকুপা থানায় এ ঘটনায় একটি মামলা করেছেন। ওই মামলায় পুলিশ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে বলে জানান ওসি।