সিরাজগঞ্জে সংঘর্ষে আহত আরেকজনের মৃত্যু

সিরাজগঞ্জের পাইকোশা ও বাগবাড়ি গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2017, 04:16 AM
Updated : 29 June 2017, 04:43 AM

কামারখন্দ থানার ওসি বাসুদেব সিনহা জানান, বৃহস্পতিবার ভোরে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শিপন মিয়া (২০) কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের বাগবাড়ি গ্রামের জাহাঙ্গীর তালুকদারের ছেলে।

এর আগে বুধবারের এ সংঘর্ষে ফরিদুল ইসলাম (২০) নামে আরও একজনের মৃত্যু হয়।

এলাকাজুড়ে এখনও উত্তেজনা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ওসি সিনহা প্রাথমিক তদন্তের তথ্যে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি বিয়েবিচ্ছেদের ঘটনায় টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে ২৪ জুন দুই পক্ষে প্রথম সংঘর্ষ হয়।

“এর জেরে বুধবার ফের সংঘর্ষ বাধে। দুই গ্রামের লোকজন মাইকিং করে জড়ো হয়ে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। তারা ইট-পাটকেল নিক্ষেপ ও ধারালো অস্ত্র ব্যবহার করে।”

সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয় জানিয়ে ওসি সিনহা বলেন, আহত কয়েকজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

“শিপনকে বগুড়ায় পাঠানো হলেও চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।”