ময়মনসিংহ মেডিকেলে আইসিইতে আগুন: আরও ১ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে অগ্নিকাণ্ডের পর সিসিইউতে সরিয়ে নেওয়া আরও রোগীর মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2017, 05:52 PM
Updated : 28 June 2017, 05:55 PM

বুধবার আইসিইউ ইউনিটের বিভাগীয় প্রধান অধ্যাপক আ ন ম ফজলুল হক পাঠান এ কথা জানান।

মৃত সুরুজ মিয়ার (৪৮) বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে।

মঙ্গলবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের পঞ্চম তলায় ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) আগুন লেগে লাইফ সাপোর্ট মেশিনসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী পুড়ে যায়। ।

ওইদিন লাইফ সাপোর্টে থাকা ছয় রোগীকে উদ্ধার করে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) সরিয়ে নেওয়া হয়। বিকালে হেলাল উদ্দিন (৫০) নামে জামালপুরের এক রোগীর মৃত্যু হয়।

চিকিৎসক ফজলুল হক বলেন, “লাইফ সাপোর্ট যন্ত্র পুড়ে যাওয়ায় ছয় রোগীকে সিসিইউতে সরিয়ে নেওয়া হয়েছে।এদের মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন ছিল। মঙ্গলবার বিকালে হেলাল ও আজ ভোরে সুরুজ মিয়া মারা যান।”

হাসপাতালের উপ পরিচালক আব্দুল গনি জানান, আগুনের পর থেকে বন্ধ রয়েছে আইসিইউ ইউনিটের চিকিৎসা সেবা কার্যক্রম। আইসিইউ সচল করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শহীদুর রহমান জানান, আইসিইউ এর স্টোর রুমের এসি থেকে আগুনের সূত্রপাত হয়।

“আগুনের ঘটনা হাসপাতালের উপ পরিচালক আব্দুল গনিকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসে প্রতিবেদন দিতে বলা হয়েছে।”