গাজীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

গাজীপুরে সরকারি খাস জমি থেকে উচ্ছেদ করা হয়েছে অবৈধ স্থাপনা।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2017, 05:13 PM
Updated : 28 June 2017, 05:13 PM

বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম গোলাম মোর্শেদ খান শহরের শিববাড়ি মোড়ে এ অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, “শিববাড়ি মোড়ের এ জমিটি একটি ব্যক্তি ১৯৯৭ সালে লিজ নিয়েছিল। পরে হোমিও মেডিকেল কলেজ স্থাপনের জন্য সাইনবোর্ড ও সীমানা প্রাচীর নির্মাণ করছিলেন। জেলা প্রশাসন লিজের মেয়াদ বৃদ্ধি করে নি। তাই ওই জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে।”

উচ্ছেদ অভিযানকালে গাজীপুর পৌর ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীর বলেন, জমিটি দেবোত্তর সম্পত্তি নয়। এটি ভাওয়াল কোর্ট অব ওয়ার্ডস এস্টেটের সম্পত্তি। ভাওয়াল কোর্ট অব ওয়ার্ডস এস্টেটের সম্পত্তি এক নম্বর খাস খতিয়ানে চলে যাচ্ছে। তাই প্রশাসনের পক্ষ থেকে ওই জমির লিজ নবায়ন করা হচ্ছে না।

“ওই জমিতে কোন ধরনের স্থায়ী স্থাপনা নির্মাণের অনুমতি দেওয়া হয়নি। এজন্য ওই জমি থেকে অনুমোদন বিহীন ওই স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।”