জয়পুরহাটে চিকিৎসকের ভুলে যুবকের মৃত্যুর অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবিতে দন্ত চিকিৎসকের ভুলে এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2017, 03:42 PM
Updated : 28 June 2017, 03:42 PM

মৃত মাসুম আহম্মেদ (৩৫) উপজেলার সোনাতলা-উচনা গ্রামের মোশাররফ হোসেনের ছেলে।

মাসুমের ছোট ভাই মাহফুজুল ইসলাম বলেন, “মঙ্গলবার মাসুম তার দাঁতের মাড়ির মাংস বৃদ্ধিজনিত সমস্যা নিয়ে চিকিৎসক মনজুরুল ইসলাম টিপুর চিকিৎসা কেন্দ্রে আসেন। টিপু কিছু পরীক্ষা-নিরীক্ষা করে মাড়িতে ইনজেকশন দেন।

“কিছুক্ষণের মধ্যে খিঁচুনি দিয়ে নিস্তেজ হয়ে পড়েন মাসুম। দ্রুত জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

মনজুরুল টিপুর ভুল চিকিৎসায় মাসুমের মৃত্যু হয়ে বলে অভিযোগ করেন মাহফুজুল।

পাঁচবিবি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কিরণ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার দুপুরে তদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

“মাসুমের ভাই মাহফুজ চিকিৎসক টিপুর বিরুদ্ধে থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে আসামি টিপু পলাতক। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”