ছয় জেলায় সড়কে ঝরল ১৫ প্রাণ

রোগীবাহী অ্যাম্বুলেন্স ‘নিয়ন্ত্রণ হারানোসহ’ বিভিন্ন সড়ক দুর্ঘটনায় দেশের ছয় জেলায় ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে; এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৪ জন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2017, 09:24 AM
Updated : 28 June 2017, 09:24 AM

বুধবার সকালে ঢাকার ধামরাই উপজেলায় অ্যাম্বুলেন্স গাছের সঙ্গে ধাক্কা খেয়ে রোগীসহ দুইজন, খাগড়াছড়িতে বাস খাদে পড়ে তিন, সিরাজগঞ্জে বাসের ধাক্কায় তিন, চট্টগ্রামে অটোরিকশা খালে পড়ে তিন, হবিগঞ্জে তিন ও গোপালগঞ্জে একজনের মৃত্যুর খবর পাঠিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিরা।

ঢাকায় অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় রোগীসহ নিহত ২

ধামরাই, ঢাকা

ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) দীপক কুমার সাহা বলেন, “সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাই উপজেলার বাথুলী এলাকায় একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়।

“এতে ঘটনাস্থলেই রোগী ও এক স্বজন মারা যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে রোগীকে অ্যাম্বুলেন্সে করে ফরিদপুরে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন স্বজনরা।”

চালকসহ আহত ৪ জনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান পরিদর্শক দীপক।

খাগড়াছড়িতে বাস খাদে পড়ে নিহত ৩  

গুইমারা থানার ওসি শরিফুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে বাসটি খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম যাচ্ছিল।

“খাগড়াছড়ির গুইমারা কালাপানি এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।”

আহত অন্তত ১০ জনকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর পুলিশ ও সেনাসদস্যরা গিয়ে হতাহতদের উদ্ধার করে বলে জানান ওসি শরিফুল।

গোপালগঞ্জে পিকআপ উল্টে একজনের মৃত্যু

বৌলতলী পুলিশ তদন্তকেন্দ্রের আইসি ফরিদুজ্জামান বলেন, সকাল সাড়ে ৬টার দিকে ভেন্নাবাড়ি বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ উল্টে পড়লে একজনের মৃত্যু হয়।

নিহত দিলীপ সরকার (৫০) গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়া গ্রামের বরদা সরকারের ছেলে।

পিকআপটি ২০-২৫ জন যাত্রী নিয়ে গোপালগঞ্জ থেকে টেকেরহাট যাচ্ছিল।

আহত ২০ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা করা হয়েছে বলে জানান আইসি ফরিদুজ্জামান।

পুলিশ পিকআপটি উদ্ধার করলেও চালক পালিয়ে গেছে বলেও তিনি জানান।

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় নিহত ৩ বাইক-আরোহী

শাহজাদপুর থানার এসআই জাহিদুল ইসলাম বলেন, বেলা সাড়ে ১১টার দিকে শাহজাদপুর উপজেলার তালগাছি এলাকায় তিন মোটরসাইকেল-আরোহীকে ধাক্কা দেয় ঢাকাগামী পাবনা এক্সপ্রেসের একটি বাস।

খাগড়াছড়ি

নিহতরা হলেন - উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি এলাকার সরবেশ আলীর ছেলে আনোয়ার হোসেন, একই এলাকার শাহেব আলীর ছেলে শরীফুল ইসলাম ও শুকচানের ছেলে নুরু মিয়া।

বগুড়া-নগরবাড়ী সড়কের এ দুর্ঘটনায় ৩০ থেকে ৩২ বছর বয়সী তিন যুবক ঘটনাস্থলেই মারা যান বলে জানান এসআই জাহিদুল।

পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলেও তিনি জানান।

চট্টগ্রামে অটোরিকশা খালে পড়ে বিদ্যুতায়িত হয়ে নিহত ৩

পটিয়া হাইওয়ে থানার ওসি এ বি এম মিজানুর রহমান জানান, পটিয়া কলেজ বাজার এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মঙ্গলবার রাত দেড়টায় একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খালে পড়ে যায়।

“এ সময় খালে পড়ে থাকা একটি বৈদ্যুতিক তারে জড়িয়ে তিনজনের মৃত্যু হয়।”

নিহতরা হলেন - মোহাম্মদ নূর, তার দুই ভাস্তে শাহাদাত হোসেন ও আবদুল মান্নান। তাদের বাড়ি কক্সবাজারের পেকুয়ায় বলে পুলিশ জানিয়েছে।

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩

হবিগঞ্জের নবীগঞ্জে প্রাইভেটকার ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন; এতে আহত হয়েছেন আরও আটজন।

বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শেরপুর হাইওয়ে থানার ওসি বিমল ভৌমিক জানান।

নিহতরা হলেন, উপজেলার ইসলামপুর গ্রামের আব্দুল আলীর স্ত্রী সুজিয়া বেগম (৪৫), তার ছেলে উমর আলী (১০) ও অটোরিকশা চালক তজমুল আলী (৩৪)।