গোপালগঞ্জে ইউপি ‘চেয়ারম্যানের ওপর হামলা’, নিহত ১

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে; এ সংঘর্ষে আহত হয়েছেন আরও অন্তত একজন।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2017, 05:00 AM
Updated : 28 June 2017, 05:10 AM

কাশিয়ানী থানার ওসি এ কে এম আলীনূর হোসেন জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে ফলসি গ্রামে সংঘর্ষের এ ঘটনার পর পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহত আরিফ কাজী (৩৫) নিজামকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাব্বত হোসেন জুয়েলের চাচাশ্বশুর।

চেয়ারম্যান জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১০টার দিকে তারা কয়েকজন স্থানীয় মোখলেসুর রহমান ওরফে মুকু মাস্টারের বাড়িতে দাওয়াত খেয়ে ফিরছিলেন।

“পথে ফলসি ব্রিজের কাছে লাল্টু সরদার ও তার লোকজন ধারালো অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এ সময় দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হন।”

আহত আরিফকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে রাতেই তার মৃত্যু হয় বলে জানান চেয়ারম্যান জুয়েল।

কামাল নামে আরও একজনকে ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, এলাকায় আধিপত্য বিস্তারের জন্য তাদের ওপর এই হামলা চালানো হয়।

ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওসি আলী নূর বলেন, এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ করেনি।