মহেশখালীতে আগ্নেয়াস্ত্রসহ জামায়াত-শিবিরের ৫ জন আটক

নাশকতার পরিকল্পনার অভিযোগে কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র ও গুলিসহ জামায়াত-শিবিরের পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2017, 12:29 PM
Updated : 27 June 2017, 12:29 PM

মঙ্গলবার উপজেলার শাপলাপুর ইউনিয়নের মুকবেকিতে এ অভিযান চালানো হয় বলে জানান মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ।

আটকরা হলেন, জামায়াত নেতা মোহাম্মদ শহীদুল্লাহ (৪০), মো. শফিউল আলম (৪০), ছাত্রশিবিরের শাপলাপুর ইউনিয়নের সভাপতি মোহাম্মদ হানিফ (১৯), মহেশখালী উপজেলা ছাত্র শিবির নেতা আশরাফ হোসাইন টিপু ওরফে সাদ্দাম (২১) ও আতাউর রহমান (২৬)।

ওসি প্রদীপ বলেন, সোমবার উপজেলা জামায়াতের আমীর জাকির হোসাইনের নেতৃত্বে ১০/১৫ জনের জামায়াত-শিবিরের একটি দল মুকবেরি ঈদগাহ মাঠে নামাজের প্রস্তুতিকালে হামলার চেষ্টা চালায়। পরে পুলিশ সেখানে গেলে তারা পালিয়ে যায়।

তিনি বলেন, “মঙ্গলবার ভোরে জামায়াত নেতা জাকির হোসাইনের বাড়িতে নাশকতার পরিকল্পনার  জন্য বৈঠকে অভিযানে যায় পুলিশ। এ সময় বৈঠক থেকে ওই পাঁচ জনকে আটক করা হয়।  উদ্ধার করা হয় চারটি আগ্নেয়াস্ত্র, ছয়টি গুলি ও সাতটি কিরিচ।”

আটকদের প্রত্যেকের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে থানায় নতুন করে মামলা করা হয়েছে বলে জানান প্রদীপ।