যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যা, শ্বশুর-শাশুড়ি আটক

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘যৌতুক না পেয়ে’ এক গৃহবধূকে বৈদ্যুতিক তারে পেঁচিয়ে হত্যার অভিযোগে শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2017, 03:38 AM
Updated : 27 June 2017, 03:46 AM

টুঙ্গিপাড়া থানার এসআই জোহাব আলী বলেন, উপজেলার গহরডাঙ্গা গ্রামের চৌরঙ্গী এলাকায় সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত ময়না খানম (৪০) গোপালগঞ্জ শহরের মিয়াবাড়ী এলাকার বশার শেখের স্ত্রী।  

বশারের বাবা ও মাকে আটক করা হলেও বশার পালিয়ে গেছে এসআই জোহাব জানিয়েছেন। আটককৃতদের নাম জানা যায়নি। 

ময়নার ভাই মামুন মিয়া বলেন, বশারের সঙ্গে প্রায় ২০ বছর আগে তার বোন ময়নার বিয়ে হয়। বিয়ের পর থেকে বশার ও তার বাড়ির লোকজন বিভিন্ন সময় তাদের কাছ থেকে যৌতুক আদায় করে আসছিল।

বোনের কথা ভেবে বশার ও তার বাবা-মাকে বিভিন্ন সময় টাকা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মামুন বলেন, সম্প্রতি ঈদ উপলক্ষে ময়নাকে আবারও টাকা এনে দিতে বলে বশার।

“এতে আমার বোন অস্বীকৃতি জানালে বশার ও বাড়ির লোকজন ময়নার পা বেঁধে তাকে ব্যাটারি চালিত অটোররিকশার চার্জ দেওয়ার বৈদ্যুতিক তারে জড়িয়ে হত্যা করে।”

টুঙ্গিপাড়া থানার এসআই জোহাব আলী  বলেন, “স্থানীয়দের কাছে খবর পেয়ে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। তাকে বৈদ্যুতিক তারে জড়িয়ে হত্যা করা হয়েছে বলে আমরা শুনেছি।”

লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান তিনি।