ভোমরায় আমদানি-রপ্তানি ৯ দিন বন্ধ

ঈদ উপলক্ষে টানা নয় দিনের ছুটির ফাঁদে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2017, 10:07 AM
Updated : 26 June 2017, 11:14 AM

শুক্রবার শুরু হয়েছে ছুটি। চলবে আগামী শনিবার পর্যন্ত। ১ জুলাই যথারীতি আমাদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আব্দুল কাইয়ূম বলেন, “সরকারি ছুটি তিন দিনের সঙ্গে ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এজেন্ট নেতৃবৃন্দ আরও ছয় দিন আমাদনি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার কথা জানিয়ে আমাদের কাছে চিঠি দিয়েছেন।

“এর ফলে টানা নয় দিন বন্দরের আমাদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এই সময়ে বৈধ পাসপোর্টধারীরা ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে ভারত ও বাংলাদেশে যাতায়াত করতে পারবেন।”

ভোমরা বন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন সভাপতি কাজী নওশাদ দিলওয়ার রাজু বলেন, সরকারি ছুটি তিন দিনের সঙ্গে আরও একাধিক উপলক্ষ যুক্ত করে টানা নয় দিন বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একইভাবে ভোমরার বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমও বন্ধ থাকবে বলে জানান তিনি।