দিনাজপুরের ঈদ জামাতে ‘৪ লাখ মানুষ’

দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে প্রায় চার লাখ মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন বলছেন আয়োজকরা।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2017, 07:53 AM
Updated : 26 June 2017, 12:11 PM

দীর্ঘদিন ধরে দিনাজপুরের শহরের এ মাঠটিতে ছোট পরিসরে ঈদের জামাত হয়ে আসলেও সেটি সংস্কারের পর এবারই প্রথম বড় আকারে ঈদ জামাত হল বলছেন তারা।

সংস্কারের পর প্রায় ২২ একর আয়তনের এই ঈদগাহ মাঠে মুসল্লি ধারণ ক্ষমতা প্রায় পাঁচ লাখ বলে এর আগে জানিয়েছিল কর্তৃপক্ষ।

এই সংখ্যায় মুসল্লি ধারণক্ষমতা নিয়ে ময়দানটি বাংলাদেশের সবচেয়ে বড় ঈদ জামাত শোলাকিয়াকেও ছাড়িয়ে যাবে বলে ভাষ্য আয়োজকদের।

তবে সোমবার সকাল ৯টায় ঈদুল ফিতরের যে জামাত হয় তাতে প্রায় ৪ লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন বলছেন আয়োজক কমিটির প্রতিনিধি দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।

বিডিনিউজ টোয়েন্টিফের ডটকমকে তিনি বলেন, “পুরো মাঠের পরিধি অনুযায়ী এখানে প্রায় ৪ লাখ মুসল্লি ঈদের নামাজ আদায় করেছেন।”

বর্তমানে দেশের সবচেয়ে বড় ঈদ জামাত হয় কিশোরগঞ্জের শোলাকিয়ায়।  ১৮২৮ খ্রিস্টাব্দে প্রথম ঈদ জামাতে সেখানে সোয়া লাখ লোক নামাজ আদায় করে বলে গবেষকদের ভাষ্য। সেই সোয়া লাখ কালক্রমে পরিবর্তন হয়ে ‘শোলাকিয়া’ হয়েছে।

শোলাকিয়ার পুরো মাঠ ও মাঠের বাইরে আশপাশের এলাকা জুড়ে জামাতে অংশ নেওয়াদের মিলিয়ে মুসল্লি সংখ্যা আড়াই থেকে তিন লাখ ছাড়িয়ে যায়।

এর আগে শোলাকিয়ায় নামাজ আদায় করেছেন আব্দুল্লাহ নামের এমন একজন মুসল্লি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শোলাকিয়ার চেয়ে কয়েকগুণ বড় গোর-এ শহীদ ঈদগাহ মাঠে নামাজ আদায় করেছেন শোলাকিয়ার জামাতের দ্বিগুণ মুসল্লি।

বড় এই জামাতে ঈমামতি করতে পারাকে সৌভাগ্যের বলে মন্তব্য করেন এর ইমাম মাওলানা সামশুল আলম কাসেমী।